• Breaking News

    Sunday, 3 June 2018

    হেমন্ত

     

    কবি:সুফিয়া কামাল

     
     
    সবুজ পাতার খামের ভেতর
    হলুদ গাঁদা চিঠি লেখে
    কোন্ পাথারের ওপার থেকে
    আনল ডেকে হেমন্তকে?

    আনল ডেকে মটরশুঁটি,
    খেসারি আর কলাই ফুলে
    আনল ডেকে কুয়াশাকে
    সাঁঝ সকালে নদীর কূলে।

    সকাল বেলায় শিশির ভেজা
    ঘাসের ওপর চলতে গিয়ে
    হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
    শরীর ওঠে শিরশিরিয়ে।

    আরও এল সাথে সাথে
    নুতন গাছের খেজুর রসে
    লোভ দেখিয়ে মিষ্টি পিঠা
    মিষ্টি রোদে খেতে বসে।

    হেমন্ত তার শিশির ভেজা
    আঁচল তলে শিউলি বোঁটায়
    চুপে চুপে রং মাখাল
    আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়।

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Culture