• Breaking News

    Tuesday, 5 June 2018

    মনের মতন

     

    কবি : সুকুমার রায়

     
     
    কান্না হাসির পোঁটলা বেঁধে, বর্ষভরা পুঁজি, 
    বৃদ্ধ বছর উধাও হ'ল ভূতের মুলুক খুঁজি। 
    নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ঐ দ্বারে, 
    বল্‌ দেখি মন মনের মতন কি দিবি তুই তারে? 
    আর কি দিব?- মুখের হাসি, ভরসাভরা প্রাণ, 
    সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান।

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Culture